হাড় ব্যথা একটি উপসর্গ মাত্র যা একাকি বা অন্যান্য উপসর্গসহ প্রতীয়মান হতে পারে । হাড়ে ব্যথা একাকি হতে পারে বা জোড়া ও পেশির সাথে হতে পারে । দীর্ঘদিন হাড় ব্যথা একজন লোককে চিন্তাগ্রস্ত ও বিষন্ন করে তোলে,যা ব্যথা থেকে ভয়াবহ। হাড় ব্যথা মানুষের স্বাভাবিক জীবনের গুনগতমানকে সাংঘাতিকভাবে বাধাগ্রস্ত করে ।
- হাড়ে আঘাত ও হাড় ভাঙা ।
- ইনফেকশন ( সেপটিক ও টিবি)।
- ক্যালসিয়াম এবং ভিটামিন ডি ও সি এর অভাব ।
- টিউমার ও ক্যান্সার (ওসটিওসারকোমা)।
- বাতজ্বর (রিউমেটিক ফিভার) ।
- জোড়ার পেশি, লিগামেন্ট, ক্যাপসুল (আবরন) ও মেনিসকাস ইনজুরি ।
- রিউমাটয়েড আর্থ্রাইটিস, গাউটি আর্থ্রাইটিস,ইনফেকটিভ আর্থ্রাইটিস এবং অসটিওআর্থ্রাইটিস।
- অসটিওপোরোসিস ও অসটিওমালাসিয়া ।
- রক্ত শূন্যতা (সিকল সেল এনিমিয়া) এবং ব্লাড ক্যান্সার (লিউকেমিয়া) ।
- হাইপারপ্যারাথাইরোডিজম ও হাইপারক্যালসিমিয়া ।
- পেজেটস ডিজিস ।
- মাল্টিপোলমায়েলোমা ।
- ধুমপান ও মদপান ।
যেকোনো তথ্য ও পরামর্শের জন্য যোগাযোগ করুন
ডাঃ চৌধুরী ইকবাল মাহমুদ
আর্থোস্কপি, হাঁটু ও এক্সিডেন্ট বিশেষজ্ঞ
সহযোগী অধ্যাপক অর্থোপেডিক সার্জারি
বিএসএমএমইউ (পিজি হাসপাতাল)