হাড় ভাঙ্গার বিভিন্ন ধরন!
আঘাত পাওয়ার জন্য অথবা ভঙ্গুর হয়ে যাবার কারণে হাড় ভেঙ্গে যাওয়া বা হাড়ে ফাটল ধরতে পারে। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এই অবস্থাকে ফ্র্যাকচার বলা হয়। সাধারণত হাড়ের উপর প্রয়োগ করা বাহ্যিক কোন শক্তি যদি হাড়ের নিজস্ব শক্তির চেয়ে বেশি হয়ে থাকে তবেই এই সমস্যার সৃষ্টি হয়। হাড় ভাঙ্গার বিভিন্ন বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে অর্থোপেডিক চিকিৎসকেরা ফ্র্যাকচারের ধরনকে বিভিন্ন ভাগে ভাগ করেন, যেমনঃ
কমিনিউটেড ফ্র্যাকচার – এই ধরনের ফ্র্যাকচারে হাড় কমপক্ষে দুটি বা তারও বেশি জায়গায় ভেঙ্গে যায়। গাড়ি দুর্ঘটনায় এই ধরনের ফ্র্যাকচার বেশি পরিলক্ষিত হয়।
ট্রান্সভার্স ফ্র্যাকচার – এই ধরনের ফ্র্যাকচারে হাড় সোজাসুজি ভাবে ভেঙ্গে যায়।
কম্পাউন্ড ফ্র্যাকচার – এই ধরনের ফ্র্যাকচারে হাড় ভেঙ্গে চামড়া ভেদ করে তা বাইরে বেড়িয়ে আসে। সাধারণত গুরুতর আঘাত পাওয়ার ফলে এই ধরনের ফ্র্যাকচার হয়ে থাকে।
স্পাইরাল ফ্র্যাকচার – সাধারণত মোচড় খাওয়া সংক্রান্ত কোন চোট বা আঘাত থেকে এই ধরনের ফ্র্যাকচার হয়ে থাকে। এতে হাড় দুটি অংশে ভাগ হয়ে যায় এবং ফ্র্যাকচারের জায়গায় মোচড়ের প্রভাব দৃশ্যমান থাকে।
গ্রিনস্টিক ফ্র্যাকচার – সম্পূর্ণ হাড় ভাঙ্গার পরিবর্তে হাড়ের কিছু অংশ ভেঙ্গে ক্ষতিগ্রস্থ হওয়াকে গ্রিনস্টিক ফ্র্যাকচার বলা হয়ে থাকে। সাধারণত খেলার সময় আঘাত পাওয়া শিশুদের ক্ষেত্রে এই ধরনের ফ্র্যাকচার বেশি পরিলক্ষিত হয়।
যেকোনো তথ্য ও পরামর্শের জন্য যোগাযোগ করুন
ডাঃ চৌধুরী ইকবাল মাহমুদ
আর্থোস্কপি, হাঁটু ও এক্সিডেন্ট বিশেষজ্ঞ
সহযোগী অধ্যাপক অর্থোপেডিক সার্জারি
বিএসএমএমইউ (পিজি হাসপাতাল)
চেম্বারঃ
গ্রীন লাইফ আর্থোস্কপি নি এন্ড স্পোর্টস ইনজুরি সেন্টার
৩২ গ্রীনরোড, বীর উত্তম কে এম শফিউল্লাহ সড়ক ঢাকা -১২০৫
📞 এপয়েনমেন্টঃ 01715546912, 01893150779
📧 ইমেইলঃ cimahmud@gmail.com